Song Lyric #34: Aro Ekbar Cholo Fire Jai
Song - Aro Ekbar Cholo Fire Jai (আরো একবার চলো ফিরে যাই) Singer - Rupam Islam Album - Fossils (2002) Deep - guitar, backing vocals And composer Allan Ao - guitar, backing vocals Chandra - bass, backing vocals Snehasish And Tanmoy - drums, percussion Aro Ekbar Cholo Fire Jai Lyrics In Bengali: এতটা পথ পেরিয়ে এসেছি তবু দু ' জনে যেনো হয়ে গেছি আরো অচেনা (x2) স্বপ্নেরা তবু খুজে যায় , জীবনের শেষ সীমানায় আছে কি রাখা বাঁচার ঠিকানা , ঠিকানা .. আরো একবার চলো ফিরে যাই , পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাতছানিতে সাড়া দিই কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ , আজও আমাদের ইচ্ছেগুলো এক আমি জানি তুই আবার হারাবি নিজেকে , নিজেকে ...