Posts

Showing posts from July, 2019

Song Lyric #33: Tor E Shohore

Tor E Shohore Nonta Biskut তোর জন্যে আকাশ পাতাল একটু হলেও হচ্ছি মাতাল গানের খাতায় জায়গা কোথায় কবিতা তোর চোখের পাতায় জানতে চাবি কোথায় কেমন কোন দুপুরে পুঁড়ছি কখন কোন রাতে আমি না ঘুমিয়ে কোন সকালে ঘর নিঙ্গিয়ে ।। কোন দেশেতে যাই হারিয়ে তেপান্তরের মাঠ পেরিয়ে ছোট্ট বাজার হাঠ পেরিয়ে সুখের খোঁজে ভুল করে সেই তোরই শহরে... তোরই শহরে... না, না, না, না, না, না... না... অন্ধকারে হাতরে বেড়াই মনের ভেতর চলছে লড়াই কি খুঁজে কি খুঁজে পাই দেখলে আলো থমকে দাঁড়াই অদ্ভূত সব মানুষগুলো কিসের খোঁজে ছুঁটছে বলো কি আসে যায় না পেলে তার কি হবে আজ মন ভেঙ্গে গেলে কোন দেশেতে যাই হারিয়ে তেপান্তরের মাঠ পেরিয়ে ছোট্ট বাজার হাঠ পেরিয়ে সুখের খোঁজে ভুল করে সেই...! ।। পথ ভুলে গেছি অচেনা এই ইট পাথরের শহরে মিশে আছে কতশত গল্প অলি-গলি আর কত দেয়ালে বদ্ধ ঘরে স্বপ্ন ফাঁটল ধরে পুরোনো আয়নায় যদি সত্যি মেলে মুক্তি আমি ফিরবোনা কখনোওওও কোন দেশেতে যাই হারিয়ে তেপান্তরের মাঠ পেরিয়ে ছোট্ট বাজার হাঠ পেরিয়ে সুখের খোঁজে ভুল করে সেই তোরই শহরে... তোরই শহরে... না, না, না, না, না, না... না

Song Lyric #29: Olosh Prohor

Image
Olosh Prohor Nonta Biskut আকাশের নেই চাঁদ ঘড়ের দেয়াল দেখে কাটাই রাত আর ঘুম আসেনা নিষ্ঠুর পৃথিবীতে কেউ থাকেনা পাশে আমার আনমনে অগোচরে অবুঝ খেয়াল বারে বারে আমায় শুধু প্রশ্ন করে রাত শেষে আর কখন কি ভোর হবেনা আধার কালো রাত্রির শেষে ভোর হলেই আমি স্বপ্ন দেখি যে অর্থের আকাশ পৃথিবীর আর অর্থের তোমার আমার || সাদা কালো স্বপ্নের মাঝে আমি খুঁজে যাই তোমার আমার নতুন ঠিকানায় বারে বারে ডাকছে আমায় আমি কোথায় যে হারিয়ে যাই || শত ভিরের মাঝেও আমি শুনতে পাই তোমার কোমল কন্ঠস্বর একবার চেয়ে দেখো আমি আনমনে খুঁজছি তোমায়। শুকনো ফুলটা আজ বইয়ের পাতায় মাঝে মাঝে আমার চোখে অশ্রু ঝড়ায় অলস প্রহর যেন থমকে থাকে ঘড়ির কাটায়। হঠাত ব্যস্ত হয় পুরোনো ছবির দল ঘুমানো স্বপ্নগুলো বলছে যাবি চল অসহায় আমি চেয়ে থাকি নিরবতায় সাদা কালো স্বপ্নের মাঝে আমি খুঁজে যাই তোমার আমার নতুন ঠিকানায় বারে বারে ডাকছে আমায় আমি কোথায় যে হারিয়ে যাই শত ভিরের মাঝেও আমি শুনতে পাই তোমার কোমল কন্ঠস্বর একবার চেয়ে দেখো আমি আনমনে খুঁজছি তোমায়। হঠাত ব্যস্ত হয় পুরোনো ছবির দল ঘুমানো স্বপ্নগুলো বলছে যাবি

Song Lyric #30: Tumi Mukhosh

Image
Tumi Mukhosh Nonta Biskut ভোরের আলোর স্মৃতিগুলো এখনো আমায় ডাকে রাতের আলাপ কি আর খুঁজে পাবে ঐ সত্যের মাঝে! কত সপ্ন দেখেছি হাঁটবো একসাথে আজ আর হাঁটিনা ঐ স্মৃতির পথে মুখোশ পরা কিছু মানুষের ভিড়ে পেয়েছিলাম তাকে মুখোশে অস্থির মন সপ্ন দেখে ফিরেছি সেই পথে। মুখোশের অশ্লীলতায় বাকরুদ্ধ আমি বসে একা ভাবি নির্বাক হয়ে জানি আসবেই একদিন তুমি মূখোশ খুলে তখন আমি অনেক দূরে। অজানা মিথ্যেগুলো সত্য হয়ে যখন আসে সত্যের দরজাতে হারবে তখন সে কিছু সপ্নের কাছে অপূর্ণ গল্প হয়ে। সর্বত সুখে থাকার ব্যর্থ অভিনয়ে আজ দাঁড়িয়ে সে ধংশের পথে... মুখোশ পরা কিছু মানুষের ভিড়ে পেয়েছিলাম তাকে মুখোশে অস্থির মন সপ্ন দেখে মুখোশের অশ্লীলতায় বাকরুদ্ধ আমি বসে একা ভাবি নির্বাক হয়ে জানি আসবেই একদিন তুমি মূখোশ খুলে তখন আমি অনেক দূরে।

Song Lyric #31: Prithibi Shundor

Image
Prithibi Shundor Nonta Biskut উড়ে যাবে সুখ চেয়ে রবো হয় তো না পাবো হয় তো পাবো ভাঙ্গা কিছু স্বপ্ন নিয়ে বেছে রবো কখনো বা প্রতিবাদ কখনো চুপসে রবো আমার ছোট নদী আমার ভাঙ্গা ঘর আমার কিছু কল্পনা তার পৃথিবী সুন্দর চলে যাবো দূরে ওই দূর অজানায় আধারে হারাব সুর মোহনায় সবুজের ই সীমানায় কাক ডাকা ভোর স্বপ্নে বিভোর নির্ঘুম অবুঝ বাতাস জোনাকির দল দল বেধে চল আধারে হবে বসবাস সহস্র রাত আর দক্ষিণা বাতাস করলো মাতাল আবার তেপান্তরের ওই মাঠ পেরিয়ে আধারে হবে বসবাস

Song Lyric #32: Opurnota

Image
Opurnota Nonta Biskut অদ্ভুত চাঁদ আর রাত্রির অন্ধকার নিয়মের বাইরে আমি তুমি আজ মাতাল হাওয়ায় বইছে পৃথিবী ভাবি আকাশ পাতাল আবার আকাশ কে বলব আমি আজ বিষাদ সরিয়ে দাও পূর্ণিমার চাঁদ শুধু আমাকে ফিরে চাও নীরবে হাত বাড়াও আই সময় ছেড়ে সব ভুলে যাও কিছু স্বপ্ন পূরণে এক পা বাড়িয়ে তুমি হারিয়ে যাও সুখ খুঁজে যাই সুখ খুঁজে যাই সবখানে ভুলতে চাই আমি পুরনো স্মৃতি গুলো দেখতে চাই আমি নতুন করে আবার স্বপ্নে বিভোর আজ স্বপ্নে বিভোর চাই নতুন জীবন চাই নতুন আবাস চাই ভুলে জেতে চাই আমি সব কিছু আজ

Song Lyric #28: Shohoj Manush

Shohoj Manush Nonta Biskut ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি (২) মরিলে সব হবে মাটি ত্বরায় এই ভেদ লও জেনে সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে শুনি ম'লে পাবো বেহেস্তখানা তা শুনে তো মন মানে না (২) বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে এই ভুবনে সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে আচ্ছালাতুল মেরাজুল মোমেনীনা জানতে হয় নামাজের বেনা বিশ্বাসীদের দেখাশুনা লালন কয় এই ভুবনে সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে পাবিরে অমূল্য নিধি বর্তমানে পাবি বর্তমানে সহজ মানুষ

Song Lyric #27: Purnota (Warfaze)

Purnota Warfaze সেদিন ভোরে, বুকের গভীরে শুনেছি জমে থাকা নীল বেদনারা ডাকে এই শহরে ইটের পাহাড়ে, ছিলোনা কেউ যে দেওয়ার প্রেরনা যন্ত্রে বাঁধা মন, ছিলো ক্লান্ত অসহায় অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের ছায়ায়। যন্ত্রে বাঁধা মন, ছিলো ক্লান্ত অসহায় অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের ছায়ায়। আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে আজকে শুনি আনন্দধ্বনি পৃথিবী ভরেছে সুখে বেঁচে থাকার মায়ায় শূণ্য আশার জীবন্ত ভাষায়, অদূরে দেখেছি প্রানের মোহনা। যন্ত্রে বাঁধা মন, ছিলো ক্লান্ত অসহায় অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের ছায়ায় আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে ভরে মন অন্তহীন রঙিন এ

Song Lyric #26: Local Bus (Momtaz Feat Pritom)

Local Bus Momtaz Begum নিজের ভাল বুঝিস রে তুই পথে পথে ঘুরিস রে তুই আমানতের খেয়ামত কইরা করস রে সর্বনাশ আমি কান্দি তোর দুঃখে তুই ঘুরস মনের সুখে কার দিকে নজর দিয়া আমারে হাই কোর্ট দেখাস দেই কাঠের চশমা চোখে দেখি শইষ্য এখন শোকে শুধু ডানে বামে ঘুইরা ঘুইরা হইছে ফাঁপর বাজ বন্ধু তুই লোকাল বাস বন্ধু তুই লোকাল বাস আদর কইরা ঘরে তুলস ঘাড় ধইরা নামাস তুই লোকাল বাস বন্ধু তুই লোকাল বাস আদর কইরা ঘরে তুলস ঘাড় ধইরা নামাস র্যাপ বাই শাফাইয়াত ক তুই কই যাবি, গাড়ী তোর আমার চাবী মিটাইয়া মনের দাবী পরে কইচ হাবি যাবি জেম্নে চাচ অম্নে পাবি কবি আমি কারিগর খাবার দাবার শেষ বাড়ি ঘর খালি কর জোর কত জানি তোর সবাই তো স্বার্থপর মনে তে রং লাগাইয়া হইয়া ঘুরস যাযাবর স্বার্থের পটি বাইন্ধা কানামাছি ভোঁ ভোঁ পাগলেও বোঝে এখন টাকা পয়সার লোভ ও পাঙ্খা ভাবে থাকি আগুনের গোলা বইলা আইসা তুই খাবি খাবি মনে মনে মনা কোলা চোরের মার বড় গলা লইয়া লবি যারে তারে শারাফাতি ড্রাইভার এ, নরম পাইয়া বেরেক মারে মুনাফা ছাড়া পরে না মাটিতে পারা রক্ত চুইশা খাইয়া উপড়ে উঠছে যারা ওগো দুনিয়ার ভোগে আছে দুনিয়ার শাস্তি উস্তাদ বু

Song Lyric #25: Dipannita

Image
Dipannita Shifat, Tarif সরি দীপান্বিতা সময় যখন মরুর ঝড়ে, এ মন হারায় কেমন করে, আমি তখন যোজন দূরে, একাকি সঙ্গি মৌনতা, আকাশ যখন আঁধার ভীষণ, এক ফোঁটা জল চেয়েছে মন, অবহেলায় অপমানে পেয়েছে রিক্ত শুন্যতা সমান্তরাল পথের বাকে, তোমার পথের দিশায় থাকে, সে দিশা খোঁজে তোমাকে দীপান্বিতা ... গাছের সবুজ পাতার ফাঁকে, তোমার ছোঁয়া মিশে থাকে, সে ছোঁয়া খোঁজে তোমাকে দীপান্বিতা... তুমি নীলাকাশ আপন করেছো হঠাৎ কোন কালে কে জানে! স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছ কোন সে জাদুতে কে জানে! আমি ছিলাম তোমার পাশে, তোমার আকাশ ভালবেসে, সে বিশালে খুঁজেছি একটুকু ঠাই, তাও মেলেনি তা, হঠাৎ যখন ছুটির খেলা, মেঘে মেঘে অনেক বেলা, তখন সে ক্রান্তিকালে ধুম্রজালে খুঁজছ যে বৃথা অশান্ত মন বোঝাই কাকে, হারিয়ে চাইছি তোমাকে, হাতছানি দিয়ে যে ডাকে স্মৃতির পাতা... নদীর শেষে আকাশ নীলে, স্বপ্নগুলো মেলে দিলে, তারা বলে সবাই মিলে, দীপান্বিতা... শোননা রূপসী, তুমি যে শ্রেয়সী, কি ভীষণ উদাসি, প্রেয়সী... জীবনের গলিতে, এ গানের কলিতে, চাইছি বলিতে, ভালবাসি... চোখের জলেরই আড়ালে, খেলা শুধুই দেখেছিলে, যন্ত্রণারই আগুন নীলে, পুড়েছি য

Song Lyric #24: Moner Manush (Bangla & Hindi)

Image
Moner Manush Babul Supriyo ,  Anupam Roy , ... চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী আমি হব বলে চরণ-ও-দাসী হব বলে চরণ-ও-দাসী ও তা হয়না কপাল গুনে ও তা হয়না কপাল গুনে আমার মনের মানুষেরও সনে আমার মনের মানুষেরও সনে মিলন হবে কত দিনে? মিলন হবে কত দিনে? আমার মনের মানুষেরও সনে আমার মনের মানুষেরও সনে मै वहाँ जा चुका हूँ तू जहाँ रह चुका है मै वहाँ जा चुका हूँ तू जहाँ रह चुका है मेरे दिल में कहीं तू छुपा तों नहीं? मुस्कुराता हुआ तू यही है कहीं ढूँढता फिर रहा एक निशानी तेरी मिल भी जावे तू पूछा कहानी मेरी किसलिए? किसलिए? जी रहा हूँ यहाँ! মিলন হবে কত দিনে? মিলন হবে কত দিনে? হো, আমার মনের মানুষেরও সনে ও আমার মনের মানুষেরও সনে মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ আমি কালারে হারায়ে তেমন কালারে হারায়ে তেমন ঐ রূপ হেরি-এ দর্পণে ঐ রূপ হেরি-এ দর্পণে আমার মনের মানুষেরও সনে আমার মনের মানুষেরও সনে मिलन पाने को तेरा ओ मिलन पाने को तेरा जोगी बनके फिर देख बन बन में ओ जोगी बनक

Song Lyric #23: Jodi Vule jao

Lyrics: Jodi Vule jao Polin আ...হা...আ...হা...আ...আ...হা... আ...হা...আ...হা...আ...আ...হা... যদি ভুলে যাও না হয় আমাকে পারবে কি ভুলে যেতে আমার স্মৃতিকে যদি মুছে দাও আমার স্মৃতিকে, পারবে সুখি হতে আমাকে ভুলে আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে বুঝে নিও তুমি এই আমাকে আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে বুঝে নিও তুমি এই আমাকে আহা...আ...হা...আ...আ...হা... @forhad99 fb group BD Smule Stars জ্বালা গুলো আর জ্বালা দেয় না জ্বালা গুলো ভুলে গেছি ব্যাথা গুলো আর ব্যাথা দেয় না ব্যাথা গুলো পুষে রাখি অনেক কেঁদেছি আর কাঁদতে চাইনা কাঁদতে আমার আর ভাল লাগেনা। আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে বুঝে নিও তুমি এই আমাকে আ...হা...আ...হা...আ...আ...হা... @forhad99 fb group BD Smule Stars বৃষ্টি হলে ভেবেনিও তুমি এ আমার চোখেরও জল কত শত ভাবি তোমায় আমি আর সে কতো স্মৃতির উদাল অনেক ভেবেছি আর ভাবতে চাইনা, ভাবতে আমার ভালো লাগে না। আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে বুঝে নিও তুমি এই আমাকে আ...হা...আ...হা...আ...আ...হা... যদি ভুলে যাও না হয় আমাকে পারবে কি ভুলে যেতে আমার স্মৃতিকে যদি মুছে দাও আমার স্মৃতিকে, পারবে সুখি হতে আমা

Song Lyric #22: Jadukor

Jadukor Shironamhin [ Verse 1 ] কোনো এক ভোরে মুখোশের জাদুকর কোনো অবসরে চুপিচুপি বিষদাঁত, তারপর বিপন্ন, বিষন্ন, তবু হার মেনে নিতে নয় যুদ্ধ বা সন্ধিই পরিচয় | [ Verse 2 ] হারাইনি, খুন হয়েছি জাদুকর ভেঙেছি, তবু নতজানু বসে নেই, জাদুকর শূন্য করিডোরে পদচিহ্ন রেখে যাই আগামীর বার্তা জানাই .... [ Chorus 1 ] হাত বাড়ালেই শুধু উল্লাসধ্বণি যেন ক্লান্ত জনতা ভুলের মিছিলে বিভ্রান্ত জাদুকর হারিয়ে যায় রহস্য আমায় ভাবায় | [ Verse 3 ] ভাবছো তুমি চুপচাপ শহরে গ্রাফিতি আঁকা দেয়াল জুড়ে রক্তের দাগ ছড়িয়ে দেবে নিয়তির শরীরে বুকের পাঁজরে .. [ Chorus 2 ] হাত বাড়ালেই শুধু উল্লাসধ্বণি যেন ক্লান্ত জনতা ভুলের মিছিলে বিভ্রান্ত জাদুকর হারিয়ে যায় রহস্য আমায় ভাবায় | [ Outro ] কোনো এক ভোরে মুখোশের জাদুকর কোনো অবসরে চুপিচুপি বিষদাঁত, তারপর

Song Lyric #21: Egiye De

Image
Egiye De Arijit Singh এটা গল্প কার, দেখ লিখছে কে ভুলে অন্ধকার আলো শিখছে কে এটা গল্প কার, দেখ লিখছে কে ভুলে অন্ধকার আলো শিখছে কে কিছু আবদারের জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে, এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে এগিয়ে দে, এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে এটা গল্প কার, দেখো পড়ছে কে ঘুমে রুপকথার দেশে ঘুরছে কে এটা গল্প কার, দেখো পড়ছে কে ঘুমে রুপকথার দেশে ঘুরছে কে কিছু আবদারের জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে, এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে এগিয়ে দে, এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে পথ চলতে হাজারো রকম উঠাপড়া এসেছে যখন একা আমি তোকে তখন আগলে যাই ঝাড়া ঝাপটা মৌসুম এলে ফাঁকা একটু সময় পেলে তোকে আমি আমার কথাও বলতে চাই কিছু আবদারের জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে, এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে এগিয়ে দে, এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে

Song Lyric #20: Poth Chola

Image
Poth Chola Artcell আমার পথ চলা আমার পথে যেন বেলা শেষে আকাশ কার মোহে আমার স্বপ্ন আমার সাথে যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে খুঁজে পায় জীবনের তীর জীবনকে কোন স্বপ্ন ভেবে আমি কার আশাতে ছুটে চলি পথে পথে যেন কার মায়াতে বাধা পড়েছে জীবন যে কত সুখ কল্পনা কত মিথ্যে প্রলোভন কষ্টের প্রতিটিক্ষণ শোনায় তার আহ্বান আমার আলোয় আলোকিত হতে চেয়ে আধাঁরে মিলিয়ে আমার স্বপ্ন আমার সাথে যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে খুঁজে পায় জীবনের তীর জীবনকে কোন স্বপ্ন ভেবে আমি কার আশাতে ছুটে চলি পথে পথে যেন কার মায়াতে বাধা পড়েছে জীবন যে কত সুখ কল্পনা কত মিথ্যে প্রলোভন কষ্টের প্রতিটিক্ষণ শোনায় তার আহ্বান আমি আজ নেই তবু কত সুর ওঠে বেঁজে তোমার ঐ গানের মাঝে এই পথ গেছে মিশে আমার বেলা শেষে স্বপ্ন ফিরে আসে পৃথিবীর দূর দেশে জীবনকে কোন এক স্বপ্ন ভেবে আমি কার আশাতে ছুটে চলি পথে পথে যেন কার মায়াতে বাধা পড়েছে জীবন যে কত সুখ কল্পনা কত মিথ্যে প্রলোভন কষ্টের প্রতিটিক্ষণ শোনায় তার আহ্বান আমি কার আশাতে ছুটে চলি পথে পথে যেন কার মায়াতে বাধা পড়েছে জীব

Song Lyric #19: Jhoom

Image
Jhoom Minar Rahman ঝুম রেরে রারে রারি রেরে ঝুম রেরে রারে রারি রেরে ঝুম রেরে রারে রারি রেরে ঝুম রেরে রারে রারি রেরে ঝুম রেরে রারে রারি রেরে ঝুম রেরে রারে রারি রেরে তুমি আমায় ডেকেছিলে এক মেঘে ঢাকা দিনে কেন আমি দেইনি সাড়া আমার চোখে আকাশ দেখে তুমি বলেছিলে কিছু বুঝিনি কেন সেই ইশারা এখন আমি অন্য আমি হয়ে ছুটে চলি তোমারই শহরে হারিয়ে চোখের যত ঘুম ঝুম উড়ে উড়ে দূরে দূরে ঝুম মেঘে মেঘে ডানা মেলে ঝুম ঘুরে ঘুরে তারে ডাকি ঝুম উড়ে উড়ে খুঁড়ে খুঁড়ে ঝুম মেঘে মেঘে ডানা মেলে ঝুম ঘুরে ঘুরে তারেই খুঁজি আলো আঁধারির এ মায়ায় এই অবেলায়, মন যে হারায় চেনা অচেনা কত পথ হঠাৎ কেনো থমকে দাঁড়ায় ঝুম উড়ে উড়ে দূরে দূরে ঝুম মেঘে মেঘে ডানা মেলে ঝুম ঘুরে ঘুরে তারে ডাকি ঝুম উড়ে উড়ে খুঁড়ে খুঁড়ে ঝুম মেঘে মেঘে ডানা মেলে ঝুম ঘুরে ঘুরে তারেই খুঁজি তোমার আমার ফেলে আসা যত রঙিন মলিন স্মৃতি লুকিয়ে অবুঝ ঠিকানায় অচিন মনের অচিন কোনও কোণে বন্দী আজও আমি ভুল সে পথের সীমানায় এখন আমি অন্য আমি হয়ে ছুটে চলি তোমারই শহরে হারিয়ে চোখের যত ঘুম ঝুম উড়ে

Song Lyric #18: Dukkho Bilash

Image
Dukkho Bilash Artcell তোমরা কেউ কি দিতে পার প্রেমিকার ভালোবাসা? দেবে কি কেউ জীবনে উষ্ণতার সত্য আশা? তোমরা কেউ কি দিতে পার প্রেমিকার ভালোবাসা? দেবে কি কেউ জীবনে উষ্ণতার সত্য আশা? ভালোবাসার আগে নিজেকে নিও বাজিয়ে আমার মনের মত নিও সাজিয়ে আমি বড় অসহায় অন্য পথে একটি নাটক-ই দেখি মহাকালের মঞ্চে ও আমায় ভালোবাসেনি অসীম এ ভালোবাসা ও বোঝেনি ও আমায় ভালোবাসেনি অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা? ভালোবাসবে শুধুই আমায়, করবে প্রতিজ্ঞা তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা? ভালোবাসবে শুধুই আমায়, করবে প্রতিজ্ঞা ভালোবাসার আগে নিজেকে নিও বাজিয়ে আমার মনের মত নিও সাজিয়ে আমি বড় অসহায় অন্য পথে একটি নাটক-ই দেখি মহাকালের মঞ্চে ও আমায় ভালোবাসেনি অসীম এ ভালোবাসা ও বোঝেনি ও আমায় ভালোবাসেনি অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি এত ভিড়েও আজও আমি একা মনে শুধু-ই যে শূন্যতা এত ভিড়েও আজও আমি একা মনে শুধু-ই যে শূন্যতা আঁধারে যত ছড়াই আলো সবই আঁধারে মিলায় ও যে কোথায় হারালো ব্যথা কাকে যে শুধাই... আহ হাহহ হাহহহ