Song Lyric #31: Prithibi Shundor
উড়ে যাবে সুখ চেয়ে রবো
হয় তো না পাবো হয় তো পাবো
ভাঙ্গা কিছু স্বপ্ন নিয়ে বেছে রবো
কখনো বা প্রতিবাদ কখনো চুপসে রবো
আমার ছোট নদী
আমার ভাঙ্গা ঘর
আমার কিছু কল্পনা
তার পৃথিবী সুন্দর
চলে যাবো দূরে ওই দূর অজানায়
আধারে হারাব সুর মোহনায়
সবুজের ই সীমানায়
কাক ডাকা ভোর
স্বপ্নে বিভোর
নির্ঘুম অবুঝ বাতাস
জোনাকির দল দল বেধে চল
আধারে হবে বসবাস
সহস্র রাত আর দক্ষিণা বাতাস
করলো মাতাল আবার
তেপান্তরের ওই মাঠ পেরিয়ে
আধারে হবে বসবাস
হয় তো না পাবো হয় তো পাবো
ভাঙ্গা কিছু স্বপ্ন নিয়ে বেছে রবো
কখনো বা প্রতিবাদ কখনো চুপসে রবো
আমার ছোট নদী
আমার ভাঙ্গা ঘর
আমার কিছু কল্পনা
তার পৃথিবী সুন্দর
চলে যাবো দূরে ওই দূর অজানায়
আধারে হারাব সুর মোহনায়
সবুজের ই সীমানায়
কাক ডাকা ভোর
স্বপ্নে বিভোর
নির্ঘুম অবুঝ বাতাস
জোনাকির দল দল বেধে চল
আধারে হবে বসবাস
সহস্র রাত আর দক্ষিণা বাতাস
করলো মাতাল আবার
তেপান্তরের ওই মাঠ পেরিয়ে
আধারে হবে বসবাস
Comments
Post a Comment