Song Lyric #30: Tumi Mukhosh

Image result for nonta biscuit band

Tumi Mukhosh
ভোরের আলোর স্মৃতিগুলো এখনো আমায় ডাকে
রাতের আলাপ কি আর খুঁজে পাবে ঐ সত্যের মাঝে!
কত সপ্ন দেখেছি হাঁটবো একসাথে
আজ আর হাঁটিনা ঐ স্মৃতির পথে
মুখোশ পরা কিছু মানুষের ভিড়ে
পেয়েছিলাম তাকে
মুখোশে অস্থির মন সপ্ন দেখে
ফিরেছি সেই পথে।
মুখোশের অশ্লীলতায় বাকরুদ্ধ আমি
বসে একা ভাবি নির্বাক হয়ে
জানি আসবেই একদিন তুমি মূখোশ খুলে
তখন আমি অনেক দূরে।
অজানা মিথ্যেগুলো সত্য হয়ে
যখন আসে সত্যের দরজাতে
হারবে তখন সে কিছু সপ্নের কাছে
অপূর্ণ গল্প হয়ে।
সর্বত সুখে থাকার ব্যর্থ অভিনয়ে
আজ দাঁড়িয়ে সে ধংশের পথে...
মুখোশ পরা কিছু মানুষের ভিড়ে
পেয়েছিলাম তাকে
মুখোশে অস্থির মন সপ্ন দেখে
মুখোশের অশ্লীলতায় বাকরুদ্ধ আমি
বসে একা ভাবি নির্বাক হয়ে
জানি আসবেই একদিন তুমি মূখোশ খুলে
তখন আমি অনেক দূরে।

Comments

Popular posts from this blog

How To: Make a slow matrix letter rain using windows CMD