Song Lyric #16: Bondho Janala

Related image

Bondho Janala
আরেকবার যেতে চাই রিম ঝিম ঝিম সুদূর (সুদূর)
অবাক রোদে ভেজা দগ্ধ দুপুর
আরেকবার তোমাদের লাল নীল রঙ আনন্দে
একলা রাস্তায় এক চিমটে রোদ্দুর
সারা বেলা বন্ধ জানালা...
যদি তোমাদের অনেক শব্দ আমার জানালায়
ছোট ছোট আনন্দের স্পর্শে আঙ্গুল রেখে যায়
যদি তোমাদের অনেক শব্দ আমার জানালায়
ছোট ছোট আনন্দের স্পর্শে আঙ্গুল রেখে যায়
যদি সহস্র শব্দের উৎসব থেমে যায়
সারা বেলা বন্ধ জানালা...
যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে
কোন একলা রাস্তায় অবাক ভ্রমণে
যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে
কোন একলা রাস্তায় অবাক ভ্রমণে
যদি ইচ্ছের নীল রং আকাশ ছুঁয়ে যায়
সারা বেলা বন্ধ জানালা...
আরেকবার যেতে চাই রিম ঝিম ঝিম সুদূর (সুদূর)
অবাক রোদে ভেজা দগ্ধ দুপুর
আরেকবার তোমাদের লাল নীল রঙ আনন্দে
একলা রাস্তায় এক চিমটে রোদ্দুর
সারা বেলা বন্ধ জানালা...

Popular posts from this blog

How To: Make a slow matrix letter rain using windows CMD