Song Lyric #23: Jodi Vule jao

Lyrics: Jodi Vule jao
Polin

আ...হা...আ...হা...আ...আ...হা...
আ...হা...আ...হা...আ...আ...হা...
যদি ভুলে যাও না হয় আমাকে
পারবে কি ভুলে যেতে আমার স্মৃতিকে
যদি মুছে দাও আমার স্মৃতিকে,
পারবে সুখি হতে আমাকে ভুলে
আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে
বুঝে নিও তুমি এই আমাকে
আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে
বুঝে নিও তুমি এই আমাকে
আহা...আ...হা...আ...আ...হা...
@forhad99 fb group BD Smule Stars
জ্বালা গুলো আর জ্বালা দেয় না
জ্বালা গুলো ভুলে গেছি
ব্যাথা গুলো আর ব্যাথা দেয় না
ব্যাথা গুলো পুষে রাখি
অনেক কেঁদেছি আর কাঁদতে চাইনা
কাঁদতে আমার আর ভাল লাগেনা।
আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে
বুঝে নিও তুমি এই আমাকে
আ...হা...আ...হা...আ...আ...হা...
@forhad99 fb group BD Smule Stars
বৃষ্টি হলে ভেবেনিও তুমি
এ আমার চোখেরও জল
কত শত ভাবি তোমায় আমি
আর সে কতো স্মৃতির উদাল
অনেক ভেবেছি আর ভাবতে চাইনা,
ভাবতে আমার ভালো লাগে না।
আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে
বুঝে নিও তুমি এই আমাকে
আ...হা...আ...হা...আ...আ...হা...
যদি ভুলে যাও না হয় আমাকে
পারবে কি ভুলে যেতে আমার স্মৃতিকে
যদি মুছে দাও আমার স্মৃতিকে,
পারবে সুখি হতে আমাকে ভুলে
আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে
বুঝে নিও তুমি এই আমাকে
আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে
বুঝে নিও তুমি এই আমাকে
আহা...আ...হা...আ...আ...হা...
আহা...আ...হা...আ...আ...হা...
আহা...আ...হা...আ...আ...হা...

Popular posts from this blog

How To: Make a slow matrix letter rain using windows CMD