Song Lyric #33: Tor E Shohore
তোর জন্যে আকাশ পাতাল
একটু হলেও হচ্ছি মাতাল
গানের খাতায় জায়গা কোথায়
কবিতা তোর চোখের পাতায়
জানতে চাবি কোথায় কেমন
কোন দুপুরে পুঁড়ছি কখন
কোন রাতে আমি না ঘুমিয়ে
কোন সকালে ঘর নিঙ্গিয়ে
।।
কোন দেশেতে যাই হারিয়ে
তেপান্তরের মাঠ পেরিয়ে
ছোট্ট বাজার হাঠ পেরিয়ে
সুখের খোঁজে ভুল করে সেই
তোরই শহরে...
তোরই শহরে...
না, না, না, না, না, না... না...
অন্ধকারে হাতরে বেড়াই
মনের ভেতর চলছে লড়াই
কি খুঁজে কি খুঁজে পাই
দেখলে আলো থমকে দাঁড়াই
অদ্ভূত সব মানুষগুলো
কিসের খোঁজে ছুঁটছে বলো
কি আসে যায় না পেলে তার
কি হবে আজ মন ভেঙ্গে গেলে
কোন দেশেতে যাই হারিয়ে
তেপান্তরের মাঠ পেরিয়ে
ছোট্ট বাজার হাঠ পেরিয়ে
সুখের খোঁজে ভুল করে সেই...!
।।
পথ ভুলে গেছি অচেনা এই ইট পাথরের শহরে
মিশে আছে কতশত গল্প অলি-গলি আর কত দেয়ালে
বদ্ধ ঘরে স্বপ্ন ফাঁটল
ধরে পুরোনো আয়নায়
যদি সত্যি মেলে মুক্তি
আমি ফিরবোনা কখনোওওও
কোন দেশেতে যাই হারিয়ে
তেপান্তরের মাঠ পেরিয়ে
ছোট্ট বাজার হাঠ পেরিয়ে
সুখের খোঁজে ভুল করে সেই
তোরই শহরে...
তোরই শহরে...
না, না, না, না, না, না... না...
একটু হলেও হচ্ছি মাতাল
গানের খাতায় জায়গা কোথায়
কবিতা তোর চোখের পাতায়
জানতে চাবি কোথায় কেমন
কোন দুপুরে পুঁড়ছি কখন
কোন রাতে আমি না ঘুমিয়ে
কোন সকালে ঘর নিঙ্গিয়ে
।।
কোন দেশেতে যাই হারিয়ে
তেপান্তরের মাঠ পেরিয়ে
ছোট্ট বাজার হাঠ পেরিয়ে
সুখের খোঁজে ভুল করে সেই
তোরই শহরে...
তোরই শহরে...
না, না, না, না, না, না... না...
অন্ধকারে হাতরে বেড়াই
মনের ভেতর চলছে লড়াই
কি খুঁজে কি খুঁজে পাই
দেখলে আলো থমকে দাঁড়াই
অদ্ভূত সব মানুষগুলো
কিসের খোঁজে ছুঁটছে বলো
কি আসে যায় না পেলে তার
কি হবে আজ মন ভেঙ্গে গেলে
কোন দেশেতে যাই হারিয়ে
তেপান্তরের মাঠ পেরিয়ে
ছোট্ট বাজার হাঠ পেরিয়ে
সুখের খোঁজে ভুল করে সেই...!
।।
পথ ভুলে গেছি অচেনা এই ইট পাথরের শহরে
মিশে আছে কতশত গল্প অলি-গলি আর কত দেয়ালে
বদ্ধ ঘরে স্বপ্ন ফাঁটল
ধরে পুরোনো আয়নায়
যদি সত্যি মেলে মুক্তি
আমি ফিরবোনা কখনোওওও
কোন দেশেতে যাই হারিয়ে
তেপান্তরের মাঠ পেরিয়ে
ছোট্ট বাজার হাঠ পেরিয়ে
সুখের খোঁজে ভুল করে সেই
তোরই শহরে...
তোরই শহরে...
না, না, না, না, না, না... না...
Comments
Post a Comment